পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সরকারি সফরে কক্সবাজার আসছেন আজ। চট্টগ্রাম থেকে ট্রেনযোগে বিকেল তিনটার দিকে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পরিচালক জনসংযোগ মীর আকরাম জানিয়েছেন, মন্ত্রী আইকনিক রেল স্টেশন পরিদর্শন করবেন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করবেন।
এদিকে মন্ত্রীর একান্ত সচিব মো: আরিফ নাজমুল হাসান স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, মন্ত্রী কক্সবাজারের একটি তারকা হোটেলে রাত যাপন করবেন। কাল সকালে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।