আলীকদম প্রতিনিধি |
ধারত্রীর জন্য আশা, মানবতার জন্য আশা, এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় কারিতাস চট্টগ্রাম অঞ্চলের, সিপিপি পিএইপি-২ প্রকল্পের আয়োজনে লাউদাতো সি সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। রবিবার (২৮ মে) সকাল ১১টায়, আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়ের হল রুমে, লাউদাতো সি সপ্তাহ- ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিতাস আলীকদম অফিসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু ধুংড়ি মং মাহাজন, সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। প্রধান অতিথির বক্তব্যে বাবু ধুংড়ি মং মহাজন বলেন- যত্রতত্র ময়লা ফেলা এবং অপরিকল্পিত গাছ কাটার ফলে, আজ পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগার বিকল্প নাই। বাড়ির আশেপাশে ফলজ এবং ওষুধই গাছ লাগার পরামর্শ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন বিএ, চেয়ারম্যান ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদ, জসিম উদ্দিন প্রধান শিক্ষক, আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়,আলীকদম প্রেসক্লাব সাধারণ সম্পাদক, এস এম জিয়াউদ্দীন জুয়েল সহ স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল শিক্ষার্থীদের ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।