এসএম জিয়া উদ্দিন জুয়েল, আলীকদম |
বান্দরবান জেলার আলীকদম উপজেলার পূর্ব পালং পাড়া তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানা’র ২৬০ জন শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে বই প্রদান করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ বই প্রদান উদ্ভোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বান্দরবান জেলা শাখার সভাপতি জাবেদ রেজা। এ উপলক্ষ্যে মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ, সিনিয়র যুগ্ন আহবায়ক জুলফিকার আলি ভোট্ট ও মরহুম খুইল্যা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউনুছ মিয়া উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন, মুসলমান সন্তানদের দ্বীনি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, নূরানী মাদ্রাসায় অধ্যানরত শিক্ষার্থীদের মুখের জড়তা কেটে যায়, ধর্মীয় হাদিস মুখস্ত রাখতে পারে। তাই অনুরোধ করব আপনার ছোট বাচ্চাকে নূরানী মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। এতে ছাত্র শিক্ষকের পাশাপাশি অভিভাবকরা উপস্থিত ছিলেন।