আলীকদম প্রতিনিধি |
বান্দরবানের আলীকদম উপজেলায় ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন প্রধান শিক্ষকসহ আড়াই শতাধিক সহকারী শিক্ষকের ফেব্রয়ারি মাসের বেতন হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বদলীজনিত কারণে এ সমস্যার সৃষ্টি হয়।
জানা গেছে, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাপরিচালক কর্তৃক আর্থিক ক্ষমতা পেতে বিলম্বের জেরে তিনি ফেব্রুয়ারি মাসের বেতন বিলে স্বাক্ষর করতে পারেননি।
উপজেলার গয়ামঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন ও অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম জানিয়েছেন, উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২ জন প্রধান শিক্ষক রয়েছেন। ২৮টি বিদ্যালয়ে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা তারা এখনো পাননি। ফলে চলতি রমজান মাসে অনেক শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ বেড়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাসম্মদ আবদুল্লাহ আল মুমিনের দৃষ্টি আকর্ষণ করা হলে জানান, তিনি বিষয়টি জানার পর জেলা প্রশাসক ও এডিসি (শিক্ষা) কে জানিয়েছেন।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বলেন, আলীকদম শিক্ষা অফিসে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসারকে আর্থিক ক্ষমতা দিতে মহাপরিচালক বরাবর পত্র দেওয়া হয়েছে। শীঘ্রীই আর্থিক ক্ষমতা প্রদান সংক্রান্ত পত্র ইস্যু হবে। এরপর বেতন-ভাতা প্রদান করা হবে।