মুহাম্মদ এমরান, ইয়াংছা।
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারী ২০২৫) বেলা ১২টার দিকে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ২০-২১ ফেব্রুয়ারী দুইদিন ব্যাপি তারুণ্যের উৎসবে কবিতা আবৃত্তি,গান, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগিদের বাঁচাই করে এ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এতে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য ৭ নং ওয়ার্ড। ক্যাচিংহ্লা নিমং, হেডম্যান,২৮৪ নং ইয়াংছা মৌজা। মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী। মোঃ ফরিদুল আলম বাবলু, অধ্যক্ষ,হায়দারনাশী গ্রামার স্কুল। মোঃ আব্দুল হামিদ,সভাপতি,ইয়াংছা বাজার সমিতি। ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ শিক্ষার্থী বৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন।