কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মিথ্যা গণধর্ষণ মামলার বাদী সেই রুনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রুনা আক্তার কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের বাড়ি থেকে রুনাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঈদগাঁও থানার ওসি গোলাম কবির বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রুনাকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের মার্চে কক্সবাজার আদালত চত্বরে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয় দাবি করে মামলা করেন রুনা আক্তার। পরে মামলাটি আদালত মিথ্যা প্রমাণিত হওয়ায় সব আসামিকে খালাস প্রদান করেন আদালত।
মামলা থেকে খালাস পেয়ে ওই মামলার আসামিদের একজন রাসেল উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭(২) ধারার বাদী রুনার বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন আদালতে। এ মামলায় রুনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।