কক্সবাজারের রামুর মরিচ্যায় যৌথ অভিযানে চেকপোস্টে বসিয়ে বার্মিজ ইয়াবা সহ এক যুবক কে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, বিজিবি’র রামু ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জয়সাল হাসান খান। তিনি জানান, চেকপোস্টের সামনে একটি সিএনজি ও গাড়িতে থাকা যাত্রীর ব্যাগ তল্লাশী করে (১৪ হাজার ৭৫০) পিস বার্মিজ ইয়াবা সহ শফিকুল মন্ডল নামে এক যুবক কে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য (চুয়াল্লিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা। আটক শফিকুল মন্ডল (৩৮) জামালপুর পোড়ারচর পশ্চিম পাড়া এলাকার মো.আফছার পাগলার ছেলে।
লেঃ কর্নেল মোহাম্মদ জয়সাল হাসান খান জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।