লামা প্রতিনিধি |
দুর্গম পাহাড়ি এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেছে বান্দরবান জেলার লামা উপজেলা মৎস্য অধিদপ্তর। ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১জন মৎস্য চাষী ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় লামা সদর, রুপসীপাড়া, লামা পৌরসভা ও গজালিয়া ইউনিয়নের ৪টি ক্রিক বাঁধের সুফল ভোগীর মাঝে এসব বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল এসব মাছের পোনা ও উপকরণ বিতরণ উদ্ভোধন করেন। ক্রিক বাঁধের সুফল ভোগীদের মাঝে দেওয়া হয় ৩০ কেজি হারে রুই জাতীয় মাছের পোনা, ১৭৫ কেজি খাদ্য, ২০ কেজি সার, ২০ কেজি চুন, প্রদর্শণী বোর্ড ও বালতি। কার্প জাতীয় মাছের মিশ্র চাষ প্রযুক্তির প্রদর্শনীর উপকরণ হিসেবেও গজালিয়া ইউনিয়নের প্রণয় ত্রিপুরাকে ২০ কেজি রুই জাতীয় মাছের পোনা, ১০০ কেজি খাদ্য, ২০ কেজি সার, ২০ কেজি চুন, প্রদর্শণী বোর্ড ও বালতি দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট প্রকল্পের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুর রহমান ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বাবুল আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
চাষীদের মাঝে মাছের পোনা ও উপকরণ বিতরণের সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল বলেন, পার্বত্য অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পুরণ সহ সুবিধাভোগীদের জন্য শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিতের লক্ষে এ মাছের পোনা ও উপকরণ বিতরণ করা হয়।