প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন
চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদোগে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
তার আগে ২১ ফেব্রুয়ারী সকাল সাতটায় শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় থেকে প্রভাতফেরী শুরু হয়ে চকরিয়া বিজয় মঞ্চ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা আবৃত্তি এবং শুদ্ধ বানান ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা।
এদিন দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো আবু জাফর।
কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এম নুরুস শফি, চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রাজিফুল মোস্তফা রাজিফ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের সহকারী সৈয়দ আকবর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জমির উদ্দিন। আলোচনা সভার আগে সকালে প্রভাতফেরী ও শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। ##
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত