গত দুইদিনের ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বেশ কয়েকটি এলাকায় ছোট বড় পাহাড়ের মাটি ধসের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বাড়ছে আতঙ্ক। এ ধরনের টানা বর্ষণ অব্যাহত থাকলে যেকোন সময় ঘটতে পারে মর্মান্তিক প্রাণহানির ঘটনা। শনিবার (১৭ আগস্ট) উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন, রাইখালী ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বর্ষণে পানির স্রোতে পাহাড়ের মাটি নরম হয়ে এই ঘটনা ঘটেছে। সেইসাথে কিছু কিছু সড়কে পানি জমাট হয়ে যান চলাচলে দুর্ভোগ সৃষ্টি হতেও দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা আধমং মারমা, জয়নাল আবেদিন জানান, টানা বর্ষণ অব্যাহত থাকলে পাহাড় ধসের ঝুঁকি বাড়বে। এতে করে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের বিপদ হতে পারে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। এছাড়া পানির স্রোতে বড়ইছড়ি-ঘাগড়া সড়কেও মাটি সরে গিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এসব জায়গায় দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন না হলে যান চলাচল বন্ধ হয়ে যাবে। তাই এবিষয়ে কতৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরী।