কুতুবদিয়া প্রতিনিধি |
কক্সবাজার কুতুবদিয়ায় সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল বই বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ৪র্থ ও পঞ্চম শ্রেণির বই বিতরণের মধ্য দিয়ে উপজেলার ৫৯ টি সরকারি ও ২৫ টি কিন্ডারগার্টেন স্কুলে সরকারি বিনামূল্যের বই বিতরণ শেষ হল।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রথম ধাপে প্রাক-প্রাথমিকে ৮ হাজার ২০০ সেট, প্রথম শ্রেণিতে ৫ হাজার ১০০ সেট, দ্বিতীয় শ্রেণিতে ৫ হাজার সেট ও তৃতীয় শ্রেণিতে ৫ হাজার সেট বই বিতরণ করা হয়েছিল। সোমবার ৪র্থ শ্রেণিতে ৬ বিষয়ের ৪ হাজার ৯০০ সেট ও পঞ্চম শ্রেণিতে ৬ বিষয়ের ৪ হাজার ৮০০ সেট বই বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মুসলিস উদ্দিন বলেন, উপজেলার ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৫টি কিন্ডারগার্টেন স্কুলের চাহিদা অনুযায়ি ৩৩ হাজার সেট সরকারি বিনামূল্যের পাঠ্য বই বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৪র্থ ও ৫ম শ্রেণির বই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের মাঝে সোমবার বিতরণ করা হয়েছে।