চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে যৌথবাহিনী ও পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, চবি’র অপহৃত ৫ জন শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয়েছে।
এ নিয়ে অপহৃত দিব্যি চাকমার মা ভারতী দেওয়ান এবং অলড্রিন ত্রিপুরা পরিবারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এছাড়া ৫ শিক্ষার্থীর সাথে অপহৃত অটোরিক্সা চালক নলেজ চাকমাকে অপহরণের দিন সন্ধ্যায় জিরোমাইল এলাকায় চোখ বাধা অবস্থায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
অন্যদিকে ৫ শিক্ষার্থীকে ছেড়ে দেয়ার বিষয়ে নিশ্চিত করতে পারেনি জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা। তিনি বলেন, শিক্ষার্থী ছেড়ে দেওয়ার বিষয়টি অবগত হয়েছি তবে এখনো নিশ্চিত হয়নি। নিশ্চিত হলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা জানায় নিপন।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ৫ শিক্ষার্থীর মুক্তির বিষয়টি জেনেছি। ৫ জনের মধ্যে দিব্যি চাকমাকে তার বাড়ির কাছাকাছি এবং বাকি চারজনকে বর্ডার এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পেয়েছি। তবে ঘটনার সত্যতা জন্য আমরা এখনো পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি। সবার ফোন বন্ধ পাচ্ছি।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, অপহৃত ৫ জন শিক্ষার্থীকে ছেড়ে দেয়ার ব্যাপারে তিনি নিশ্চিত করতে পারেনি। তবে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানায়।
উল্লেখ্য, ১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহরণে শিকার হয় ওই ৫ শিক্ষার্থী। এ নিয়ে ২১ এপ্রিল ৫ শিক্ষার্থী উদ্ধারে যৌথবাহিনীর অভিযানে খাগড়াছড়ি ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কার্বারী পাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে ইউপিডিএফ’ ব্যবহৃত প্রশিক্ষণ সরঞ্জাম ও নথিপত্র উদ্ধার করে। পরে সেগুলো আগুনে পুড়ে দেয় হয়। সূত্র-পাহাড়বার্তা ডটকম।