খাগড়াছড়ি জেলায় ট্রাক চাপায় মো. ফিরোজ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে জেলা সদরের প্রবেশ মুখ আলুটিলার জিরো মাইল এলাকার টান্নিং মোড়ে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের খাগড়াছড়ি মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ফিরোজের বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।
এছাড়াও একই ঘটনায় গুরুতর আহত মো. রাকিবকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘাতক ট্রাকচালক পলাতক রয়েছে বলেও তিনি জানান।
এদিকে খাগড়াছড়ি ট্র্যাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। খাগড়াছড়িগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে বলেও তিনি জানান।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত