বান্দরবানের থানচিতে নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজের ১৬দিন পর আরো এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে থানচির সদর ইউনিয়নে পদ্মঝিড়ি মুখ সংলগ্ন সাঙ্গু নদীতে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন। উদ্ধার ফুলবাণী ত্রিপুরা (০৯) ২ নম্বর তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশচন্দ্র পাড়া এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে।
স্থানীয়রা জানান, আজ বিকেলে থানচি উপজেলা ৩ নং থানচি সদর ইউপির, পদ্মমুখ ঝিড়ি সংলগ্ন সাঙ্গু নদীতে ফুলবাণী ত্রিপুরার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানচি থানা পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে।
এর আগে ১ জুলাই সকাল সাড়ে ৯টায় থানচি তিন্দু ইউপির ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া থেকে নৌকা যোগে স্কুলে যাওয়ার পথে পদ্মমুখ এলাকার চিংড়ি ঝিরিতে নৌকা ডুবে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শান্তি রানি ত্রিপুরা (১০) ও ফুলবানী ত্রিপুরা (৯)নিখোঁজ হন। এদের মধ্যে ৭ দিন পর শান্তি রানি ত্রিপুরা’র মরদেহ উদ্ধার হয়েছিল ও অপরজন ফুলবানী ত্রিপুরার মরদেহ আজ ১৬ দিন পর উদ্ধার হলো।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, চিংড়ি ঝিরিতে নিখোঁজ দুই শিক্ষার্থীদের মধ্যে আজ ফুলবানী ত্রিপুরা মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে ঘটনার ৭দিন পরে শান্তি রাণী ত্রিপুরার মরদেহ উদ্ধার করা হয়েছিল।