রাঙ্গামাটি প্রতিনিধি ।
দেশে থেকে দারিদ্রতা দূর করতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে রাঙাশ্রী কমিউিনিটি সেন্টারে আওয়ামী পেশাজীবী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এমপি বলেন, যাদের জায়গা-ঘর-বাড়ি নেই তাদের সরকার জায়গাসহ ঘর-বাড়ি দিচ্ছে। কৃষির ব্যাপক উন্নয়ন করছে যাতে মানুষ খাদ্য সংকটে না পড়ে। দেশ আজ খাদ্য স্বয়ং সম্পন্ন। আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দেশ নতুন অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে। এসময় এমপি সংগঠটির মহতি উদ্যোগ-কে স্বাগত জানান।
আওয়ামী পেশাজীবী লীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি মোতাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল মাওলা, আওয়ামী পেশাজীবী লীগের জেলা কমিটির সহ-সভাপতি স্বপন বড়ুয়া মহাজন এবং স্বপন বিশ্বাস।