লামা প্রতিনিধি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বান্দরবান জেলার লামা উপজেলায় ৩ দিন ব্যাপী “ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক” প্রশিক্ষণ আজ রবিবার থেকে শুরু হয়েছে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ), (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এতে উপজেলার রিসোর্ট মালিকরা অংশ গ্রহণ করেন।