নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ছৈয়দ করিম নামের এক ডাকাতকে আটক করা হয়েছে। রবিাবর ভোরে উপজেলার সেলিম কোম্পানীর রাবার বাগানে ডাকাতি করার সময় তাকে আটক হয়। আটক ছৈয়দ করিম কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়া মুড়ার বাসিন্দা মৃত কাসেম আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোর ৪টার দিকে সশস্ত্র ডাকাত দল সেলিম কোম্পানীর রাবার বাগান অফিসে হানা দেয়। এ সময় ডাকাতরা অফিসে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাবার ও টাকা পয়সা বের করে দিতে বলে। এ সময় পাশের কক্ষে থাকা আলমাছ খাতুনের মেয়ে কম্বলের ভিতর থেকে কৌশলে মোবাইল ফোনে ডাকাতদের উপস্থিতি সম্পর্কে প্রতিবেশী মো. আলীকে জানান। খবর পেয়ে আপশাশের লোকজন জড়ো হয়ে সেলিম কোম্পানীর রাবার বাগান অফিসের দিকে এগিয়ে গেলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। এতে প্রতিবেশী মো. আলীর গায়ে গুলি লাগে। পরে আশপাশের লোকজন ধাওয়া করে ডাকাত সদস্য সৈয়দ করিমকে আটক করে পুলিশের বাইশারী তদন্ত কেন্দ্র সদস্যদের কাছে সোপর্দ করেন। আটক ডাকাত সদস্য সৈয়দ করিমকের কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করেন পুলিশ।
ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।