1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বান্দরবানে বুদ্ধস্নানের মাধ্যমে মৈত্রী বর্ষণ সূচনা লামায় তামাক নিয়ে মারামারি : প্রাণ গেল বৃদ্ধার, আটক ১ পারিবারিক আদালতকে অন্য মামলা নিষ্পত্তির কাজে লাগানোর চিন্তা করছে সরকার: আইন উপদেষ্টা তঞ্চঙ্গ্যা ঐতিহ্যবাহী ঘিলা খেলা অনুষ্ঠিত: বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বৈসাবি উৎসব লামায় মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র সাধারণ সভা ফাইতং উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষায় প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের অবস্থান কর্মসূচি লামায় কলেজ ছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ যুবক লামা উপজেলা বিএনপির সাথে রুপসীপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠের এসএসসি প্রথম ব্যাচের বিদায় সংবর্ধণা লামায় তামাকের বিকল্প ৫০জন কৃষক পেলেন কারিতাসের বিনামূল্যে ভুট্টা বীজ লামায় আবারো তামাক চাষি- শ্রমিকসহ ৯ জন অপহরণ আলীকদমে ইউবিএম ইটভাটায় অভিযান: ৫০,০০০ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ লামায় ইসলামি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ

নাইক্ষ্যংছড়িতে পরিবেশ দূষণ করেই চলছে ৫ ইটভাটা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আজুখাইয়া ফকিরপাড়া, রেজু গর্জনবনিয়া, রেজু আমতলী ও আজুখাইয়া এলাকায় পরিবেশ দূষণ করে চলছে ৫টি ইটভাটা। তিন মাস ধরে প্রকাশ্যে এসব ইটভাটার জন্য পাহাড় কাটা, ফসলি জমি কাটা হচ্ছে। এছাড়া ইট তৈরির জন্য জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানো হলেও প্রশাসন নীরব।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নের ৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এই অভিযান পরিচালনা করেন। ইটভাটাগুলো হলো এইচকেবি, এএসবি ও, বিএইচবি।
ইউএনও জানান, উপজেলার বিভিন্ন স্থানে বেআইনিভাবে গড়ে উঠা প্রতিটি ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এছাড়া পাহাড় কাটা ও বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোরভাবে আইনি পদক্ষেপও গ্রহণ করবে।
এদিকে অবৈধ ইটভাটার রাজ্য হিসেবে পরিচিতি ঘুমধুমে নামেমাত্র অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জানান, এতোগুলো ইটভাটা থাকতে লোক দেখানো অভিযান চালানো হয়েছে। নামমাত্র ৩টি ইটভাটাকে জরিমানা করা দুঃখজনক। বাকী ইটভাটাগুলোতে পরিবেশ বিধ্বংসী কর্মকাÐ চলছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সরেজমিন দেখা যায়, ঘুমধুমে আজুখাইয়া ফকিরপাড়া, রেজু গর্জনবনিয়া, রেজু আমতলী ও আজুখাইয়া এলাকায় পরিবেশ ও বায়ুদূষণ করে চলছে ৫টি ইটভাটা। তিন মাস ধরে প্রকাশ্যে এসব ইটভাটায় পাহাড় কাটা, ফসলি জমি কাটা এবং ইট তৈরির জন্য জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানো হলেও প্রশাসন নিশ্চুপ।
আওয়ামী লীগ নেতা খালেদ সরওয়ার হারেজের মালিকানাধীন কেআরই, সাজু বড়–য়ার মালিকানাধীন ডিএসবি, ফরিদ আহমদের মালিকানাধীন বিবিএম, জয়নাল আবেদীনের মালিকানাধীন জেএসবি ও আবুল কালামের মালিকানাধীন কেআরএস নামে এসব ইটভাটার মালিক নিজেদের স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে পরিবেশ বিধ্বংসী কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
এসব ইটভাটা প্রসঙ্গে বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অনেকটা দায়সারা বক্তব্য দিয়ে যাচ্ছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া জানান, প্রশাসন কোন অবৈধ ইটভাটা মালিককে সুযোগ-সুবিধা দেয়নি। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরউদ্দিন চৌধুরী বলেন, দূরত্বের কারণে এলাকাগুলোতে তাদের অভিযান চালাতে একটু কষ্ট হচ্ছে। এছাড়া আদালতের রিট থাকায় কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
এদিকে অভিযুক্ত ইটভাটা মালিকরা নিজেরা উচ্চ আদালতে রিট করে কার্যক্রম চালাচ্ছেন দাবি করলেও এর বিপরীতে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এসব ব্যাপারে কথা বলদে চাইলে, কয়েকটি ইটভাটার মালিক সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইলের সংযোগ কেটে দেন।
পরিবেশবাদীদের মতে, উচ্চ আদালত কোন ইটভাটা মালিককে পাহাড় কাটা, জমি কাটা এবং জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর জন্য অনুমতি দেওয়া হয়নি। জেলা পরিবেশ অধিদপ্তর নিশ্চুপ ভূমিকা পালন করায় ইটভাটা মালিকরা এর সুযোগ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট