1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় কলেজ ছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ যুবক লামা উপজেলা বিএনপির সাথে রুপসীপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠের এসএসসি প্রথম ব্যাচের বিদায় সংবর্ধণা লামায় তামাকের বিকল্প ৫০জন কৃষক পেলেন কারিতাসের বিনামূল্যে ভুট্টা বীজ লামায় আবারো তামাক চাষি- শ্রমিকসহ ৯ জন অপহরণ আলীকদমে ইউবিএম ইটভাটায় অভিযান: ৫০,০০০ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ লামায় ইসলামি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ লামায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র প্রথম ব্যাচের বিদায় সংবর্ধণা লামা রাবার প্রসেসিং ফ্যাক্টরি : স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৩ হাজার শিক্ষার্থী রাজস্থলীতে খিয়াং কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন লামায় সড়কের পাশের একটি গাছে রক্ষা পেলো ৩২ প্রাণ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আলৌকিক বেঁচে যাওয়া কন্যা শিশুটির পরিচয় সনাক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ সদস্য রিমন

নাইক্ষ্যংছড়িতে মডেল মসজিদ উদ্বোধন 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

 

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি।

ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতির বিকাশ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অনন্য ভূমিকা রাখবে। এই মসজিদ থেকেই সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে বলে ভার্চুয়ালি বক্তব্যে  মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা  আ,ফ,ম খালিদ হোসেন  ।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকলকে সোচ্চার হওয়ার অনুরোধ করেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ দেশ। এদেশের সামগ্রিক উন্নয়নে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে। তিনি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের ওপর গুরুত্ব আরোপ করেন। মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবনতা কমে যাবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে বদ্ধপরিকর।

রবিবার  (২৩ ফেব্রুয়ারি) বিকেল  বেলায়  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি  উপজেলা পরিষদের বাউন্ডারিতে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে  প্রধান অতিথি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম  বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান। যত বেশি মসজিদ নির্মিত হবে ততবেশি মুসল্লী তৈরি হবে। মানুষ যত বেশি নামাজের দিকে ধাবিত হবে সমাজ ততবেশি অপরাধমুক্ত হবে। নামাজ মানুষকে সকল ধরণের গর্হিত কাজ থেকে দূরে রাখে।

তিনি আরও বলেন,মুসল্লিবিহীন মসজিদ কেয়ামতের লক্ষণ  মসজিদকে আবাদ রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।অন্যান্য বক্তারা বলেন,  মডেল মসজিদের মাধ্যমে দেশে ইসলামী আবহ সৃষ্টি হচ্ছে। এতে করে দেশে ধর্ম পালনের যে ঐতিহ্য তা আরো বেগবান হবে। এ ছাড়া মানুষের নৈতিকতার উজ্জীবন ঘটবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গণপূর্ত বিভাগের রাঙ্গামাটি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ আনোয়ারুল আযিম,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মাসরুরুল হক প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ সময় বক্তব্যে রাখেন, মডেল মসজিদ কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। বান্দরবান জেলা ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক, মো: সেলিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা  ওমর ফারুক সিরাজী,বান্দরবান জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি রফিক আহমদ, থানার ওসি (তদন্ত) মো: আমজাদ হোসেন, উপজেলা পেশাজীবি ফোরামের সভাপতি আবু সোলতান, নাইক্ষ্যংছড়ি ইসলামী ফাউডেশনের সুপার ভাইজার ও মডেল মসজিদের সেক্রটারি মোজ্জাম্মেল হক সহ সামাজিক রাজনৈতি ও সাংবাদিক এবং ব্যক্তিবর্গগণ।এসময় দোয়া পরিচালনা করেন, মাওলানা ফরিদুল আলম ।

পরে অতিরিক্ত সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম  নাইক্ষ্যংছড়ি  উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের ফলক উন্মোচন করেন এবং সেখানে মোনাজাতে অংশ নেন।

সূত্রে জানায়ায়,তৃ ণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে ২০২৩-২৫ সালে নাইক্ষ্যংছড়ি  উপজেলা মডেল মসজিদটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে নির্মাণ করেছে। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হয়েছে। গণপূর্ত অধিদপ্তর এটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এই স্থাপনাটি তিন শিফ্টে  নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি  টাকা।

এই পর্যন্ত  এখন সারা দেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬০টি নতুন মসজিদের মধ্যে সপ্তম ধাপে ৩৫০টি উদ্বোধন করা হয়।এ মডেল মসজিদে একসাথে ৯৫০ জন মুসল্লী নামাজ আদায় করতে পারবে। এরমধ্যে আলাদা প্রবেশপথসহ ১২০ জন মহিলার নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।

এ মসজিদে পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের ওযু ও নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। এখানে ইসলামিক ফাউন্ডেশনের অফিসসহ ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম কর্নার, এতিমখানা, মৃতদেহ গোসল, ইসলামিক লাইব্রেরি ও ইসলামি বই বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া, এখানে সংশ্লিষ্ট মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের আবাসন ব্যবস্থাসহ গেস্ট রুম, কনফারেন্স রুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট