বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে বিপুল সংখ্যক গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সোমবার সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সীমান্তের ৩৫-৩৬ পিলার রাইট মিয়ানমারের অভ্যন্তরে দুই বিদ্রোহীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সীমান্ত বসবাসরত বাসিন্দারা।
সীমান্ত পাড়ের বাসিন্দা নুরুল আবছার জানায়, মিয়ানমার থেকে কয়েকটি গুলি হেডম্যান পাড়ার ৩-৪টি ঘরে চালা এবং ভাজাবনিয়া ছৈয়দুল হকের উঠানে পড়ার কারণে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া হেডম্যান পাড়া থেকে ৬টির বেশি পরিবার উখিয়ার থাইংখালী তেলখোলো নিকট আত্মীয়দের বাড়িতে চলে গেছে। তবে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বলেন, এপারের সীমান্ত ঘেঁষা বাসিন্দাদের নিরাপদভাবে চলাচল করার জন্য ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে বলা হয়েছে।
তবে ৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর বলেন, এটি মিয়ানমারের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিষয়। আতঙ্ক বা ভয়ের কোন কারণ নেই। সীমান্তে টহল জোরদারসহ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত