নানিয়ারচর প্রতিনিধি |
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর (বুধবার) সকালে নানিয়ারচর উপজেলা অডিটোরিয়াম কক্ষে এই কর্মশালার আয়োজন করে বেসরকারী সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা। আয়োজনে কারিগরি সহযোগিতা করে দা ক্যাটার সেন্টার ও আর্থিক সহযোগিতা করে ইউএসআইডি। এসময়,তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি বিষয়ে বক্তব্য দেয় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান। নানিয়ারচর থানার ওসি মো নাজির আলম,নানিয়ারচর জোন ১৭ ব্যাংগলের ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম, তৃণমূল উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক রিপন চাকমা, তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প সমন্বয়কারি মিনুচিং মারমা। এসময় উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ,হ্যাডমেন,কারবারিরা উপস্থিত ছিলেন।