নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মো. রাজিব (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল জব্দ করা হয়। রাজিবের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
২৭ আগস্ট, রবিবার ভোরে পূর্ব এওজবালিয়া আক্কাস মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজিব ওই বাড়ির মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ২৬ আগস্ট, শনিবার দিবাগত রাতে গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারের জন্য নিয়মিত অভিযান চালায় পুলিশের একাধিক দল। ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জি আর ২৪১৯/২০২২ এর পরোয়ানাভুক্ত আসামি রাজিবকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজিব একটি প্লাস্টিকের বক্সে কিছু একটা লুকাচ্ছে সন্দেহে হলে জিজ্ঞাসাবাদে সে জানায় পিস্তল রেখেছে। পরে তার দেখানো ওই বক্স থেকে একটি বিদেশী পিস্তল জব্দ করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি রাজিবের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে দুপুরে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরণের অভিযান অব্যহত রয়েছে।