ঢাকা মহানগর পিসিএনপি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে মোঃ আবদুল হামিদ রানাকে সভাপতি ও অধ্যাপক শাজাহান সাজুকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। ১৪ ফেব্রুয়ারি খিলগাঁও বণশ্রী ১ নং ব্লক জে, বাড়ি নং-১৪ এ এই কমিটি গঠন হয়। পিসিএনপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ আহমেদ রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিসিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ইন্জিনিয়ার আলহাজ্ব আলকাছ আল মামুন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক কর্মকান্ড জোরদারসহ সার্বিক দিক নির্দেশনামূলক বক্তব্য দেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মুজিবুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পিসিএনপি’র মহাসচিব মোঃ আলমগীর কবির, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম খান, বিশিষ্ট শিক্ষাবিদ ইন্জিনিয়ার ডক্টর মকসুদ আলম মঞ্জু, পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহাদাত ফরাজি সাকিব প্রমূখ।