বান্দরবান প্রতিনিধি |
পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া দুর্গম এলাকায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় সুইডেন সরকার কাজ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ।
মঙ্গলবার(৭ মার্চ) সকালে গ্রীন হিলের আয়োজনে সুইডেন সরকারের সহযোগিতায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে এক কনফারেন্সে সাংবাদিকদের উপস্থিতিতে সকলের উদ্দেশ্যে এ কথা জানানো হয়।
এ সময় বান্দরবান জেলা সিভিল সার্জন নীহাররঞ্জন নন্দীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এলেক্স বার্ক ভন লিন্ডি ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুইডেন ন্যাশনালিটির ডেপুটি হেড অফ মিশনের কাউন্সিলর মারিয়া স্ট্রিট মেন , ন্যাশনাল এম্বাসি অফ সুইডেনের ফাস্ট সেক্রেটারি ড্যানিয়েল নাভেক, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পার্বত্য বান্দরবানের দুর্গম অঞ্চলে পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন সুইডেনের সরকার। গরিব দুস্থ অসহায় মানুষকে সহায়তার মাধ্যমে স্বাস্থ্য খাতকে তাঁরা উন্নত করতে চান।
তাই সেমিনারে মুক্ত আলোচনার মাধ্যমে স্বাস্থ্য খাত সম্পর্কে ধারণা নেওয়া হয় এবং তারই প্রেক্ষিতে তাঁরা বান্দরবানের বিভিন্ন উপজেলা ভ্রমণ করেন ও দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সরাসরি কথা বলেছেন ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত