লামা প্রতিনিধি।
লামা উপজেলার ফাইতং ইউনিয়নের একমাত্র খেলার উপযোগী মাঠ ও জনসাধারণের বহুমুখী ব্যবহারের ঐতিহ্যবাহী স্থান ফাইতং উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রুবেল কবির। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন আরেক প্রাক্তন শিক্ষার্থী ফয়সাল মাহমুদ বাপ্পি।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ফজলুল করিম, মোঃ সালাহউদ্দিন, বেলাল উদ্দিন, মিজানুর রহমান মিম, মোঃ আরমান, মোঃ ইয়াছিনুল করিম, মোঃ কাইয়ুম, রাকিবুল হাসান বাপ্পি, সাহাব উদ্দিন সামিম, এবং মোঃ নজরুল প্রমুখ।
বক্তারা বলেন, “ফাইতং উচ্চ বিদ্যালয়ের মাঠ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ নয়, এটি ফাইতং ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানদের জানাজার নামাজ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় দিবস উদযাপন এবং নানা সামাজিক-সাংস্কৃতিক আয়োজনের একমাত্র উন্মুক্ত স্থান। এই মাঠের প্রতিটি ইঞ্চিতে আমাদের শৈশব, স্মৃতি আর সমাজের সম্মিলিত চেতনা গাঁথা।”
তারা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কোনো ধরনের স্থানীয় পরামর্শ বা মতামত ছাড়াই মাঠের ব্যবহারযোগ্য অংশে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করছেন। বর্তমানে খেলাধুলার জন্য যেটুকু খালি জায়গা অবশিষ্ট আছে, সেটিও ধ্বংস করে মাঠের মধ্যে ছাত্রাবাস নির্মাণের চেষ্টা চলছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।বক্তারা অবিলম্বে মাঠ রক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বর্তমান নির্মাণকাজ স্থগিত করার আহ্বান জানান।
শেষে সকলের পক্ষ থেকে ঘোষণা করা হয়—
“মাঠ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”স্থানীয় জনসাধারণের মতে, এই শান্তিপূর্ণ কর্মসূচি ছিল একটি প্রাথমিক প্রতিবাদ, তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে তারা আরও বৃহৎ কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।