1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ১১ মে ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাইশারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল আলীকদমে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে সুফিয়া এবতেদীয়া মাদরাসা নির্ম্মানে ভিত্তিপ্রস্তর স্থাপনে এ্যাডভোকেট এম, এ কালাম… লামা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন থানচিতে খেয়াং নারী হত্যার প্রতিবাদে লামায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ আলীকদমে জাল সনদ তৈরির দায়ে ফটোকপি দোকান সিলগালা, ২০ হাজার টাকা জরিমানা লামায় জব্দকৃত বালুর নিলাম বন্ধের দাবী জানিয়ে জেলা প্রসাশক বরাবরে আবেদন লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা নির্ধারণ পরিবেশ অধিদপ্তরের থামচিতে এক নারীর লাশ উদ্ধার চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত বৃদ্ধ লামায় টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু লামায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন’র কর্মবিরতি পালন লোহাগাড়ায় জাল টাকার নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঈদগাঁওয়ে চার মাসেও বই পায়নি শিক্ষার্থীরা লামা বিভাগের মাতামুহুরী বাঁশ মহাল নিলাম না দেয়ায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

বনবিভাগের অভিযানে ৮টি ঘর উচ্ছেদ, ৫ একর বনভূমি উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি |

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের নিয়ন্ত্রণাধীন রিংভং বনবিটের উচিতারবিল মৌজায় অভিযানে অবৈধ গড়ে তোলা ৮টি ঝুপড়ি ঘর উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় অবৈধ দখলে নেয়া বনবিভাগের ৫ একর বনভূমির জায়গা দখল উচ্ছেদ করে ৪৪ গজ জিআই তার জব্দ করেছে বনবিভাগ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে বনকর্মীদের সাথে নিয়ে উচিতারবিল মৌজার ফতিহার ঘোনা নামক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন রিংভং বনবিটের উচিতারবিল মৌজার ফতিহার ঘোনা নামক এলাকায় বেশকিছু অবৈধ দখলদার ৮টি পলিথিনের ঝুপড়ি ঘর নির্মাণ করে বনভূমির জায়গা দখলে নেয়।

বনবিভাগের জায়গায় বসতি স্থাপনের খবর পেয়ে বুধবার সকালের দিকে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিনের নেতৃত্ব রিংভং বনবিট কর্মকর্তা, রেঞ্জের স্টাফ, সিপিজি ও ভিলেজারসহ বনকর্মীদের সাথে নিয়ে দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অবৈধভাবে বনভূমি দখলে নিয়ে নির্মানাধীন ৮টি ঘর গুড়িয়ে দেয়া হয়। এসময় বনবিভাগের ৫ একর জায়গা দখল উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। পাশাপাশি অবৈধ দখলদার বনভূমি ঘিরে রাখার জন্য ব্যবহৃত ৪৪ গজ জিআই তার জব্দ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, ফাঁসিয়াখালী রেঞ্জের রিংভং বিটের উচিতারবিল এলাকার বনবিভাগের জায়গার ভেতরে স্থানীয় কিছু প্রভাবশালী লোকের নেতৃত্বে রাতারাতি বেশকিছু ঘর নির্মাণ পূর্বক জায়গা দখল করে তারের ঘেরাবেড়া দেয় হয়। মূলত স্থানীয় কিছু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় অবৈধ দখলদার হিসেবে বনবিভাগের জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেন এসব ভূমিদস্যুরা। বনবিভাগ কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়েও তাদের ঠেকানো যাচ্ছে না। এই অবৈধ দখলদারদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ না করলে এসব জায়গা টিকিয়ে রাখা কখনো সম্ভব হবে না বলে তারা দাবি করেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, ‌‌‍কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষকের নির্দেশে বুধবার সকালে রিংভং বিটের উচিতার বিল মৌজায় বনবিভাগের লোকজন নিয়ে অভিযান চালানো হয়। এসময় বনবিভাগের জায়গায় গড়ে তোলা অবৈধ ৮টি বসতি দখল উচ্ছেদ পূর্বক বনের ৫ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ দখলদার ও অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বন আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বন, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। অভিযানের সময়ে রিংভং বিট কর্মকর্তা খসরুল আমিন, রেঞ্জের স্টাফ, সিপিজি ও ভিলেজারসহ বিপুল সংখ্যক বনকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট