1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বান্দরবানে বুদ্ধস্নানের মাধ্যমে মৈত্রী বর্ষণ সূচনা লামায় তামাক নিয়ে মারামারি : প্রাণ গেল বৃদ্ধার, আটক ১ পারিবারিক আদালতকে অন্য মামলা নিষ্পত্তির কাজে লাগানোর চিন্তা করছে সরকার: আইন উপদেষ্টা তঞ্চঙ্গ্যা ঐতিহ্যবাহী ঘিলা খেলা অনুষ্ঠিত: বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বৈসাবি উৎসব লামায় মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র সাধারণ সভা ফাইতং উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষায় প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের অবস্থান কর্মসূচি লামায় কলেজ ছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ যুবক লামা উপজেলা বিএনপির সাথে রুপসীপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠের এসএসসি প্রথম ব্যাচের বিদায় সংবর্ধণা লামায় তামাকের বিকল্প ৫০জন কৃষক পেলেন কারিতাসের বিনামূল্যে ভুট্টা বীজ লামায় আবারো তামাক চাষি- শ্রমিকসহ ৯ জন অপহরণ আলীকদমে ইউবিএম ইটভাটায় অভিযান: ৫০,০০০ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ লামায় ইসলামি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ

বান্দরবানে খাল দখল করে স্থাপনা নির্মাণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪২২ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক :
বান্দরবানে স্থাপনা নির্মাণের মাধ্যমে মিলেমিশে মেস্কিছড়া খাল দখলের প্রতিযোগিতায় নেমেছে প্রভাবশালীরা। হাফেজঘোনা থেকে ইসলামপুর পর্যন্ত এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে দখলদারদের আগ্রাসনে মেস্কিছড়া প্রধান খালটি অস্তিত্ব হারিয়েছে। জেলা শহরের পানি প্রবাহের একমাত্র খালটি দখলের কারণে হাফেজঘোনা, বরিশালপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুরসহ আশপাশের এলাকাগুলোর মানুষের পানির উৎসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। দখল প্রক্রিয়া চলমান থাকায় খালটি কোথাও কোথাও ছোট্ট হয়ে ড্রেনের মতো হয়ে গেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, বৃহস্পতিবারও জেলা শহরের হাফেজঘোনা স্টিলব্রিজ ও সাঙ্গু স্কুল এলাকায় মেস্কিছড়া খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অথচ কয়েকদিন আগেই স্থানীয়দের অভিযোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে স্থাপনা নির্মাণ বন্ধ এবং অবৈধভাবে খালের ভেতরে তৈরি করা স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু তারপরও দখল প্রক্রিয়া থামছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন অভিযোগ করে বলেন, মেস্কিছড়া খালের বেশির ভাগ অংশই দখল করেছে জেলা আ.লীগের উপদেষ্টা ব্যবসায়ী কাজল কান্তি দাস। তার দেখানো পথেই ঠিকাদার জসিম, জুয়েল, বিএনপি নেতা সাঈদ, পরিবহণ শ্রমিকনেতা অমল বাবুর ভাগনে শুভ, ব্যবসায়ী নজরুলসহ আরও কয়েকজন মিলেমিশে খাল দখলের প্রতিযোগিতায় নেমেছে। স্থানীয় হাফেজঘোনা বাসিন্দার চন্দন বিশ্বাস চান্দু বলেন, অর্থবিত্ত এবং ক্ষমতাবান ব্যক্তি হওয়ায় বাধা দেওয়ার পরও তারা খাল দখল করে স্থাপনা নির্মাণ বন্ধ করেনি। খালের ভেতরে ৫/৬ ফুট পর্যন্ত দখল করে স্থাপনা তৈরি করা হচ্ছে। খালটি দখল হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় রাস্তাঘাটগুলো ডুবে যায়। সাঙ্গু জুনিয়র হাইস্কুল ও হাফেজঘোনা প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারে না শিক্ষার্থীরা। খালটি দখলমুক্ত করার দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা সাথী রাণী, সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, শুষ্ক মৌসুমে নলকূপ ও আশপাশের পাহাড়ি ঝরণার পানি শুকিয়ে যায়, তখন মেস্কিছড়া খালের পানিই তাদের দৈনন্দিন কাজের পানির চাহিদা মেটায়। মেস্কিছড়া খালের পানি দিয়ে থালাবাসন ধোয়া, গোসল করাসহ যাবতীয় কাজ সম্পাদন হতো। কিন্তু খালটি দখলের কারণে পানি শুকিয়ে যাচ্ছে। পানির কষ্ট পাচ্ছে শ্রমজীবী দরিদ্র শ্রেণির মানুষ। খালটি দখলমুক্ত করে পানি প্রবাহের পথ সচল রাখার দাবি জানাচ্ছি।

খাল দখলের বিষয়টি অস্বীকার করে অভিযুক্তরা বলেন, তারা ক্রয়কৃত জায়গার ওপরের স্থাপনা নির্মাণ করেছে।

পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলাম বাচ্চু বলেন, নিজের জায়গা ছাড়িয়ে খালের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ জানান, খাল দখলের অভিযোগ ঘটনাস্থল পরির্দশন করে নির্মাণ কাজ বন্ধে করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে খাল দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুত্র- দৈনিক যুগান্তর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট