বান্দরবান প্রতিনিধি |
বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেছেন, বান্দরবানে ব্যবসায়ীদের কল্যাণে ব্যবসায়ী ঐক্য পরিষদ কাজ করে যাবে। শনিবার (২ মার্চ) সকালে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে ফায়ার স্ট্যান্ড বিতরণ, নৈশ প্রহরী ও পরিচ্ছন্ন কর্মীর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ব্যবসায়ীরা হল সমাজের শক্তি। তাই ব্যবসায়ীদের এগিয়ে নিয়ে যাবার জন্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি অমল কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, পৌর মেয়র সামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল কান্তি দাস, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। শেষে ফায়ার স্ট্যান্ড বিতরণ করেন বীর বাহাদুর উশৈসিং এমপি।