নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী “তারুন্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে আগামী ৩০ জানুয়ারি থেকে বান্দরবানে শুরু হচ্ছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বান্দরবানের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় জেলা প্রশাসক বলেন,বর্ণাঢ্য আয়োজনে আগামী ৩০জানুয়ারি থেকে বান্দরবানে শুরু হচ্ছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
এসময় জেলা প্রশাসক বলেন,পড়ালেখার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক,মানসিক ও নান্দনিক প্রতিভার বিকাশ,মনোবল বৃদ্ধি ও ক্রীড়াক্ষেত্রে উৎসহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ,মাদকাসক্তি দূর, জঙ্গিবাদসহ সকল অসমাজিক কর্মকান্ড থেকে বিরত রাখতে এই উদ্যোগ।
এই টুর্র্ণামেন্টে বান্দরবান জেলার ৭ উপজেলা ও ১টি পৌরসভার ৮টি বালক , ৮টি বালিকা দলসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করবে এবং ৬৪ জেলা থেকে নির্বাচিত ৪০ জন বালক ৪০ বালিকাকে পরবর্তী সময়ে ২মাসব্যাপী ঢাকা বিকেএসপিতে সরকারি অর্থায়নে প্রশিক্ষণের সুযোগ এবং ৪০ জন বালক থেকে ১৮ জনকে সরকারি অর্থায়নে ব্রাজিল ও ৪০ জন বালিকা থেকে ১৮ জন বালিকাকে সরকারি অর্থায়নে পর্তুগাল যাওয়ার সুযোগ পাবে।
সংবাদ সম্মেলনে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, নেজারত ডেপুটি কালেক্টর আসিফ রায়হান, সহকারী কমিশনার নবাব আলী, জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।