মো. নুরুল করিম আরমান :
বান্দরবান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২৩ এ অংশ গ্রহণ করে লামা উপজেলা টিম চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধণা দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে সংবর্ধণায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও খেলার টিম ম্যানেজার ডা. অমর কান্তি চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। সংবর্ধণার শুরুতে খেলোয়াড়দের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। পরে খেলোয়াড়দের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন কোর্স টিংটিং মার্মা, সহকারী কোর্স মো. জাহেদুল ইসলাম খোকা, ক্যাপ্টেন মো. আরিফ, খেলোয়াড় মো. শাহীন ও ফাহিম। শেষে খেলা টিমের ম্যানেজার, কোর্স, ক্যাপ্টেন সহ প্রত্যেক খেলোয়াড়দের ক্রেস্ট ও নগদ অর্থ হাতে তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় আলীকদম ফুটবল টিমকে ৩-০ গোলে হারিয়ে লামা উপজেলা চ্যাম্পিয়ন হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত