রাঙ্গামাটি প্রতিনিধি।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন এবং গরীব, অসহায় ও দুস্থদের মাঝে অনুদান বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
রবিবার (৬ মার্চ) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন তিনি। পরে বিদ্যালয় মাঠে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে সোলার প্যানেল, সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হাত শেখ হাসিনার বদৌলতেই পাহাড়ে শান্তি ফিরেছে।একইসাথে উন্নয়ন কর্মকান্ডের কারনে পাহাড় এগিয়ে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি বজায় রেখে সকলে মিশেমিশে এ অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে এমপি গকুল পাড়ায় এলাকায় পৌঁছালে ফুল দিয়ে বরণ করেন নেন এলাবাবাসী। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ক্রেস্ট তুলে দেন প্রধান শিক্ষক।
পরে সদয় পাড়া শিব মন্দির হতে থাংতং পাড়া পর্যন্ত রাস্তা, তপ্ত মাষ্টা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, বঙ্গববন্ধুর মুরালসহ গ্রামীণ রাস্তা, ব্রীজসহ কয়েক কোটি টাকার বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পেন উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।