গত ৪ নভেম্বর রাঙামাটি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় অবশেষে বাস চালক নুরুল আবছারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ। তিনি বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৮ নভেম্বর রাতে পুলিশের একটি টিম চট্টগ্রামের পাঁচলাইশ থানার জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালায়। এ সময় বাস চালক নুরুল আবছারকে গ্রেফতার করা হয়। এর আগে বাস চালকের বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সদর সার্কেল সুপার জাহেদুল ইসলাম, বাঘাছড়ি উপজেলা সার্কেলের দায়িত্বে সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী এবং রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর দুপুরে জেলা শহরের ভেদভেদী এলাকায় একটি বেপেরোয়া বাস একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই নারী নিহত এবং অটোরিকশার চারযাত্রী এবং বাসের একযাত্রীসহ মোট ৫ জন গুরুতর আহন হন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত