রাঙ্গামাটি প্রতিনিধি |
রাঙামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি করেছে ছাত্রদল। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য উপমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির মাধ্যমে লোপাট চালিয়ে পুরো দেশের অর্থনীতি শূন্য করে ফেলেছে।
উপমন্ত্রী আরও বলেন, একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট দোসররা এখনো সক্রিয়। এ নতুন স্বাধীনতায় যাতে তারা কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে সেইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি এসময় আগামীর নির্বাচনের জন্য বিএনপির নেতা- কর্মীদের প্রস্তুতি নিতে উদাত্ত আহবান জানান।
জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলী বাবর, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচির উদ্বোধন করেন।