রাঙ্গামাটি প্রতিনিধি |
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, জেলা সেক্রেটারি মনছুরুল হক, নায়েবে আমির জাহাঙ্গীর আলম, ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি, জামায়াত নেতা অ্যাডভোকেট হারুনুর রশীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ এবং নানিয়ারচর উপজেলা জামায়াতের আমির জুলফিকার আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে রয়েছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
বক্তারা আরও অভিযোগ করেন, “বিভিন্ন সময় সরকার জামায়াতের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। ইসলামী আন্দোলনের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হত্যা করা হয়েছে। এখন এটিএম আজহারুল ইসলামকে বন্দি রেখে ষড়যন্ত্র করা হচ্ছে।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।