সোয়েব সাঈদ, রামু |
বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ’ অর্জন করেছেন- রামু মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম আজগর হোছাইন। বৃহষ্পতিবার, ১৬ মার্চ বিকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক আ.ন.ম আজগর হোছাইনের হাতে এ পদক প্রদান করেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ।
আ.ন.ম আজগর হোছাইন বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি। ইতিপূর্বেও তিনি স্কাউটসে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক পদন অর্জন করেছিলেন।
জানা গেছে, স্কাউটস আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের প্রধান জাতীয় কমিশনার ২০২১ সালের বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ইলিশ” এর জন্য মনোনীত করেন।