লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পেতাইন্না ছড়া এলাকায় বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করে এ কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পেতাইন্নার ছড়া এলাকায় পাহাড়ি ঝিরি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব’র নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনের সময় হাতেনাতে ৫ জনকে আটক করেন। পরে আটক মো. জমির (৪০) ও আব্দুস সালাম কে ৬ মাসের এবং মিজানুর রহমান (৩৫), সাদ্দাম হোসেন (২৫) ও নুরুল আমিন ( ২৭) কে ২ মাস করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জনকে আটকের পর কারাদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট রুপায়ন দেব বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক আটকদের কারাদণ্ড দওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যজিস্ট্রেট রুপায়ন দেব।