আজিজনগর প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর গ্রীণ স্পোর্টস জোন-এর মাঠ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রারম্ভের কাজের উদ্ভোধন করা হয়েছে। উপজেলার কাছাকাছি ক্সবাজার জেলার প্রাণকেন্দ্র চকরিয়া উপজেলার অন্তর্গত উত্তর হারবাং (আজিজনগর) এ শুরু হতে যাচ্ছে বর্তমান সময়ের সকলের পছন্দের মাঠ “ইনডোর্স ফিল্ড “। মাঠ প্রস্তুতির কাজে উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন আজিজনগর পুলিশ ক্যাম্পের এ এস আই মোঃ নাদিম খান, মোঃ এরফান,আকতার হোসেন সুমন,মুজিবুর রহমান,লিটন,আকতার হোসেন,কফিল, সাকিব সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।