নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মাস্টার মোহাম্মদ আবদুল হাই উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ঝাঁকঝমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবান জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাবেদ ও আবদুল জলিল কোম্পানি প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। পিঁছিয়ে থাকা জনগোষ্ঠীকে সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। পরে বিদ্যালয়ের সমস্যা সমুহ সমাধানের আশ্বাস দেন চেয়ারম্যান থানাজামা লুসাই।