লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা শিশু কানন স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব এ বই বিতরণ উদ্বোধন করেন। এ সময় লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ও স্কুলের শিক্ষকৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এ বিষয়ে লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করে মহত্বের পরিচয় দিয়েছেন নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। বিদ্যালয়টি প্রতিষ্ঠার কারণে পিছিয়ে পড়া গরীব পরিবারের শিশুরা শিক্ষার সুযোগ পেল।