লামা প্রতিনিধি।
জাতীয় তামাক মুক্র দিবস উপলক্ষে “দেশ ব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন : তামাক কোম্পানি বেপরোয়া ” শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবান জেলার লামা উপজেলার এনজেড় একতা মহিলা সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এনজেড় একতা মহিলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনজেড় একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম্ প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বডুয়া, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুূ্দ্দিন অতিথি ছিলেন। এনজেড একতা মহিলা সমিতির সভাপতি খালেদা বেগমের সভাপতিত্বে সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীর অংশ গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে সহযোগিতা করে বাংলাদেশ তামাক বিরোধী জোট।