নিজস্ব প্রতিবেদক |
প্রতি বছরের মত এবারও বান্দরবান জেলার লামা উপজেলায় সেবামূলক সংগঠন ‘এপেক্স ক্লাব অব লামার’ উদ্যোগে কর্মহীন ও আর্থিক অসচ্ছল ১০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে রিপোর্টার্স ক্লাব হলরুমে এসব প্রদান উদ্বোধন করেন, এপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপে. নাসিম আহম্মেদ। এপেক্স ক্লাব অব লামা’র প্রেসিডেন্ট মো. তৈয়ব আলীর সভাপতিত্বে প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরডি’র চেয়ারম্যান মো. শাহজাহান, এপেক্স বাংলাদেশের আইপি এন এস ডি এপেক্সসিয়ান মো. নুরুল আমীন চৌধুরী আরমান, ডিস্ট্রিক্ট্র গভর্ণর ৩ এপে. মো. কামাল পাশা, এপে. পাপন বড়ুয়া, এপ্রেক্স ক্লাব অব লামা’র সেক্রেটারী নুর মোহাম্মদ মিন্টু প্রমুখ।
এ সময় সংগঠনের কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, সুধী, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামি দিনের পথ জীবন পরিচালনা করতে হবে।