বান্দরবান জেলার লামা উপজেলায় এক কলেজ ছাত্রীকে ফুসলিয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পৌরসভা এলাকার শিলেরতুয়া মুইংতং রিসোর্টের একটি জুম ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে মিফতা উদ্দিন মাহি (১৯) ও উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে ও রিসোর্ট মালিক হাসান মাহমুদ (২৩)।
ভুক্তভোগী সরকারি মাতামুহুরী কলেজের ছাত্রী বলে জানা গেছে।
অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার রিসোর্ট মালিক হাসান মাহমুদকে মুঠোফোনের মাধ্যমে রুম বুকিং দেন মাহি নামের এক যুবক। পরদিন দুপুর ১২টার দিকে ওই যুবক এক ছাত্রীকে বুকিং দেওয়া মুইংতং রিসোর্টের একটি জুম ঘরে নিয়ে যায়। পরে রিসোর্ট মালিকের সহযোগিতায় কিছু যুবক কলেজ ছাত্রীকে একটি জুম ঘরে আটকে মারধরসহ স্বজনদের কাছে মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি আটক করেন ঘটনার সাথে জড়িত দুই যুবককে। পরে মাহি ও হাসান মাহমুদসহ ঘটনার সাথে জড়িত ৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে লামা থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।
কিশোরীর মা বলেন, বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে কলেজে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করি। রাতে মেয়ের মুঠোফোন থেকে একটা রিং আসে। ফোনে কিছু যুবক বলেন, আপনার মেয়ে অসামাজিক কাজের কারণে আমাদের কাছে আটক রয়েছে। আপনার মেয়েকে ছাড়িয়ে নিতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে। কোন উপায় না পেয়ে ঘটনাটি লামা থানাকে অবগত করার পর পুলিশ মুইংতং রিসোর্ট থেকে আমার মেয়েকে উদ্ধার করেন।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, কলেজ ছাত্রীকে অপহরণের পর টাকা দাবির ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।