লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন’ প্রকল্পের আওতায় কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২০ জন সুফলভোগী অংশগ্রহণ করেন। প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল হাসান, উপ-প্রকল্প পরিচালক টিপু সুলতান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈন উদ্দিন প্রশিক্ষণে অতিথি ছিলেন। শেষে মৎস্য চাষ সম্পর্কে বাস্তবিক জ্ঞান আহরণের জন্য প্রশিক্ষনার্থীদের নিয়ে উপজেলার মা মৎস্য হ্যাচারি পরিদর্শনের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় করা হয় বলে জানান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ।