মো. নুরুল করিম আরমান |
কৃষি সেক্টরে বান্দরবান জেলার লামা উপজেলার সুনাম দীর্ঘদিনের। কৃষির নানান রকম ফল-ফসল উৎপাদনের জন্য উর্বর উপজেলার মাটি, তেমনি আবহাওয়াও বেশ মানানসই। এখানকার উৎপাদিত সবজি ও ফল-ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়। এ কৃষি ক্ষেত্রে অবদানের পেছনে রয়েছেন উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন। তাই এ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ ক্যাটাগরিতে ৮ উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নে শ্রেষ্ঠ সম্মান স্মারক পান উপ-সহকারী কৃষি কর্মকর্তা ক্লিনটন দাশ, কৃষি সম্প্রসারণ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা স্মারক পান সুকুমার দেওয়ানজী, গোপন কান্তি চৌধুরী, বেলাল উদ্দিন ও অংক্যনু মার্মা। এছাড়া কৃষি সম্প্রসারণ কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নে প্রশংসাপত্র পান প্রকাশ চন্দ্র বড়–য়া, অঞ্জুশ্রী দে ও বাবু মার্মা। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এ সময় মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল প্রমুখ অতিথি ছিলেন।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব বলেন, মাঠ পর্যায়ে উপ-সহাকারি কৃষি কর্মকর্তাদের সফল কার্যক্রমের কারণে আজ কৃষি সেক্টর অনেক এগিয়ে। আর এর সুফল ভোগ করছেন আমাদের কৃষকরা, এগিয়ে যাচ্ছে দেশ।