লামা প্রতিনিধি |
তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তথ্য অফিস, লামার আয়োজনে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। এতে উপজেলার সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মো. ইমতিয়াজ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।