লামা প্রতিনিধি |
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র লামা ব্রাঞ্চের উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে গ্রাহকদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে মতবিনিময় অনুিষ্ঠত হয়েছে। সোমবার বিকেলে লামা বাজারস্থ ব্যাংকের ব্রাঞ্চ প্রধান মোহাম্মদ শফি উল্লাহ’র সভাপেিত্ব ও ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিাসার ও ম্যানেজার অপারশেন মো.শাহা আলমের সঞ্চালনায় আয়োজিত মত বিনিময়ে উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আব্দুল্লাহ, কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক, সমাজ সেবক এ.টি.এম শহীদুল ইসলাম ও মেসার্স সাহাদাত এন্টারপ্রাইজের সত্বাধিকারী শাহাদাত হোসেন অতিথি ছিলেন। ব্রাঞ্চের পল্লী উন্নয়ন বিভাগের ইউনিট অফিসার ইলিয়াছ মোর্শেদের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া মত বিনিময়ে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, আলী আক্কাস। ব্যাংকের আর্থিক লেন-দেনের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রাহকদের মাঝে তুলে ধরে লামা শাখা প্রধান মোহাম্মদ শফি উল্লাহ বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সুদমুক্ত ও ইসলামী শরিয়াহ মোতাবেক গ্রাহকদের সেবা দিয়ে আসছে।