লামা প্রতিনিধি |
‘ক্রীড়াই শীক্ত, ক্রীড়াই বল’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় ছাগল খাইয়া ফুটবল টুর্ণামেন্ট’২৪ এর সেমি ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। পৌরসভা এলাকার ছাগল খাইয়া শফি ব্রিক ফিল্ড মাঠে গজালিয়া ইউনিয়নের সাফমারা ঝিরি একাদশ বনাম পৌরসভা এলাকার পূর্ব নয়াপাড়া একাদশের মধ্যে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে চাঁদের হাসি যুব ও ক্রীড়া সংস্থা এ টুর্ণামেন্টের আয়োজন করে। ৬০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-০ গোলে পূর্ব নয়াপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাফমারা ঝিরি একাদশ। এতে প্রধান রেপারির দায়িত্ব পালন করেন গ্রেনা ত্রিপুরা। সহকারী রেপারি ছিলেন, খোরশেদ আলম ও মো. সাহেদ। খেলা শেষে চাঁদের হাসি যুব ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লামা উপজেলা সভাপতি মো. জাকির হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন- গজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু তৈয়ব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মিরাজ উদ্দিন, রুপসীপাড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা প্রমুখ। সংস্থার সভাপতি মো. জহিরুল ইসলাম বলেন, গত ৬ সেপ্টেম্বর থেকে টুর্ণামেন্ট’র খেলা শুরু হয়। এতে ২৪টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় দরদরী মাষ্টার পাড়া একাদশ বনাম সাফমারা ঝিরি একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলেও জানান মো. জহিরুল ইসলাম।