‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিবো যোগ্য জনে’ -এ শ্লোগান কে প্রতিপাদ্য করে ৫ম জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন অফিস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মো. মোস্তফা জামাল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সুব্রত চক্রবর্তী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান অতিথি ছিলেন। এতে জনপ্রতিনিধি,সরকারী বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক প্রমুখ অংশ গ্রহন করেন। দিবসে ৪০ জনকে শুনানীর মাধ্যমে ভোটার করা হয়।