লামা প্রতিনিধি ।
বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় ঝিরির পানিতে পড়ে মাহমুদুল্লাহ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে প্রবল বৃষ্টির সময় পৌরসভা এলাকার মধুঝিরিতে এ দূর্ঘটনা ঘটে। মাহমুদুল্লাহ লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শামিমা আকতারের ছেলে।
সূত্র জানায়, সোমবার বিকাল ৪টার দিকে প্রবল বৃষ্টির সময় মাহমুদুল্রাহ মা বাবার অজান্তে ঘর থেকে বের হয়। এ সময় শিশুটি খেলারচ্ছলে ঘরের পাশের ঝিরির পানিতে পড়ে গেলে স্রোতের টানে ভেসে যায়। পরে শিশুটির মা বাবা ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজির পর ঝিরির বড় নুনারবিলস্থ পাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, কোন অভিযোগ না থাকায় মাহমুদুল্লাহর লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।