নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলায় তামাকের বিকল্প চাষের জন্য ৫০ জন কৃষকের মাঝে যোগাযোগ স্থাপন ও ব্যবস্থাপনায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি হাইব্রিড ও বারি মিষ্টি ভুট্টা-১ জাতের ভুট্টা বীজ প্রদান করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ। মঙ্গলবার (৮এপ্রিল) উপজেলার রুপসীপাড়া, ফাঁসিয়াখালী ও লামা সদর ইউনিয়নে উপকারভোগী কৃষকদের মধ্যে বিনামূল্যে পৃথক এ বীজ প্রদান করা হয়। সংস্থার সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় এ বীজ প্রদান উদ্ভোধন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মদ সাকিলা আক্তার।
এ সময় প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরাসহ প্রকল্পের মাঠ সহায়করা উপস্থিত ছিলেন। এতে তামাকের পরিবর্তে ভূট্টা চাষের পদ্ধতি, প্রয়োজনীতা এবং বাজারজাত করণের বিষয়ের আলোচনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মদ সাকিলা আক্তার।